
মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির ইয়জলো শহরে হৃদয়ে বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিজয় উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে বসবাসরত নোয়াখালীর কৃতি সন্তান ও জনপ্রিয় ব্লগার জাবেদ একরাম। নোয়াখালীর কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা, উপস্থাপন এবং ইতালিয়ানদের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এক চ্যালেঞ্জিং পথ অতিক্রম করে তিনি বর্তমানে লাখো মানুষের হৃদয় জয় করেছেন।

তার এই সাহসী ও অনুপ্রেরণামূলক পথচলার স্বীকৃতি হিসেবে হৃদয়ে বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রবাসে বসবাসরত ইয়জলো এলাকার বাংলাদেশিরা জাবেদ একরামকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এ আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সিদ্দিকুর রহমান জসীম, সভাপতি, সেন্ট্র কালচারালে ইয়জলো।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব আবু সাইদ (বিশিষ্ট ব্যবসায়ী)
নিজাম উদ্দিন কচি (বিশিষ্ট ব্যবসায়ী)
জনাব মানিক (বিশিষ্ট রাজনীতিবিদ)
জনাব মিয়া রুবেল (বিশিষ্ট ব্যবসায়ী)
আলমগীর হোসেন (বিশিষ্ট সমাজসেবক)
রাজু আহম্মেদ (হৃদয়ে বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিনিধি)
মামুন (বিশিষ্ট ব্যবসায়ী)
এছাড়াও নবী, সপনসহ এলাকার বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন বাংলার প্রভাত নিউজ পোর্টালের হেড ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং বেগমগঞ্জ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাইফুদ্দিন খালেদ।
অনুষ্ঠানটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
✍️ মন্তব্য লিখুন