ট্রলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী কেয়া পায়েল
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সাধারণত কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। খুব একটা আলোচনায় দেখা যায় না তাকে। কাজ নিয়েই শিরোনামে জায়গা করে নেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ছোট ভাইকে আদুরে চুমু খাওয়ার ছবি পোস্ট করে ট্রলের শিকার হলেন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক ভেরিফায়েড পেজে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী কেয়া পায়েল। ছবিগুলোর একটিতে নিজের ভাইকে আদুর করে চুমু দিতে দেখা যায় তাকে। সেই ছবিকে কেন্দ্র করেই নেটিজেনদের একাংশ নানা ধরনের বিরূপ মন্তব্য করতে থাকে মন্তব্যের ঘরে।
এদিকে সেসব বিরূপ মন্তব্য নজর এড়ায়নি কেয়া পায়েলের। তাইতো পাল্টা এক মন্তব্যে তিনি লিখেছেন, ‘কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই। আমরা তিন ভাই-বোন, আমার পৃথিবী ওরা।’
এছাড়া ট্রলের ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা তিন ভাই-বোন। এর মধ্যে সবার বড় আমি। ছোট ভাই দ্বীপ (আরিয়ান আদভান) কলেজে পড়ে, আর এক বোনের বয়স ৬ বছর। ওদের নিয়েই আমার সব। জন্মদিনে যত ব্যস্ততাই থাকুক না কেন, দিনটা সবসময় ওদের জন্য বিশেষ করে রাখি আমি।
এ অভিনেত্রী জানান―প্রায় পরিবারের সঙ্গে বের হন তিনি, ঘোরাঘুরির ছবি পোস্ট করেন ফেসবুকে। এবারও তেমনটাই করেছেন। কিন্তু কিছু মানুষের মন্তব্য দেখে কষ্ট পেয়েছেন তিনি।
কেয়া পায়েল বলেন, ভাইকে জন্মদিনে আমি চুমু দিয়ে শুভ কামনা জানিয়েছি। ছবিটি আমাদের কাছে মিষ্টি স্মৃতি। কিন্তু তা নিয়েই ট্রল করা হচ্ছে আমাকে, যা কেবলই নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ। অথচ আমি সেখানে লিখে দিয়েছি- সে আমার ছোট ভাই। এরপরও কিছু মানুষ বিকৃত মন্তব্য করছে। কিঞ্চিৎ পরিমাণ কমনসেন্স নেই। শুধু লিখতে হবে বলেই তারা লিখে যাচ্ছে।
প্রসঙ্গত, গত কুরবানির ঈদে কেয়া পায়েল অভিনীত ‘সম্মান’ নাটক প্রশংসিত হয় দর্শকমহলে। শিক্ষকের প্রতি একজন ছাত্রের সম্মান প্রদর্শনের গল্পে নির্মিত নাটকটিতে এ অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।