০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

যশোরে ৯ মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর, আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

ডেস্ক নিউজ

ইয়ানূর রহমান : যশোরে ৯ মামলার আসামি কোরবান আলী নামে এক যুবককে গণপিটুনির দিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পুলিশে হস্তান্তর করেছে স্তানীয়রা। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ এবং এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। কোরবান আলী শহরেরর শেখহাটি এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমানের ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে সংবাদ পাওয়া যায় যে স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কোরবান আলীকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালি থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, কোরবান আলীর দুই পায়ে প্রচণ্ড আঘাতসহ বাম পা ভেঙে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এদিকে কোরবান আলী বলেন, তিনি ভাঙারি মালামালের ব্যবসা করেন। শেখহাটি হাইস্কুল মোড়ে তার একটি দোকান আছে। পাশের দোকানদার তুহিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ৮–১০ জন তার ওপর চড়াও হয়। বাসের লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো, তা তিনি জানেন না।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। স্থানীয়রা অস্ত্রসহ কোরবান আলীকে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি আরও জানান, পরে জানা যায় কোরবান আলীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।#

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৪

যশোরে ৯ মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর, আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

আপডেট: ০৯:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ইয়ানূর রহমান : যশোরে ৯ মামলার আসামি কোরবান আলী নামে এক যুবককে গণপিটুনির দিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পুলিশে হস্তান্তর করেছে স্তানীয়রা। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ এবং এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। কোরবান আলী শহরেরর শেখহাটি এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমানের ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে সংবাদ পাওয়া যায় যে স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কোরবান আলীকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালি থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, কোরবান আলীর দুই পায়ে প্রচণ্ড আঘাতসহ বাম পা ভেঙে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এদিকে কোরবান আলী বলেন, তিনি ভাঙারি মালামালের ব্যবসা করেন। শেখহাটি হাইস্কুল মোড়ে তার একটি দোকান আছে। পাশের দোকানদার তুহিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ৮–১০ জন তার ওপর চড়াও হয়। বাসের লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো, তা তিনি জানেন না।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। স্থানীয়রা অস্ত্রসহ কোরবান আলীকে পুলিশের কাছে হস্তান্তর করে। আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তিনি আরও জানান, পরে জানা যায় কোরবান আলীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।#