মেডিকেল ভর্তি: আবারও সময় বৃদ্ধি, নতুন শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির সময়সীমা পুনরায় বাড়িয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময় আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।’
দুই দফায় সময় বাড়ানো হলো
প্রথম ঘোষিত সূচি অনুযায়ী, ভর্তির শেষ তারিখ ছিল ৮ ফেব্রুয়ারি। এরপর তা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এবার আরও এক দফা সময় বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময় আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।”
এমবিবিএস ভর্তি পরীক্ষা ও ফলাফল
গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। মেধাক্রম অনুসারে সরকারি মেডিকেল কলেজগুলোর আসনে শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকেন। ভালো কলেজগুলোতে সুযোগ পান অপেক্ষাকৃত উচ্চ মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা।
এবার মোট আসন সংখ্যা ৫৩৮০টি
২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৫,৩৮০টি, যার মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজের আসন অন্তর্ভুক্ত রয়েছে।
দেশে মেডিকেল কলেজের সংখ্যা:
- সরকারি মেডিকেল কলেজ: ৩৭টি
- বেসরকারি মেডিকেল কলেজ: ৬৭টি
- আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ: ১টি
- বেসরকারি আর্মি মেডিকেল কলেজ: ৫টি
সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি শুধুমাত্র মেধাতালিকার ভিত্তিতে হয়ে থাকে।
পরবর্তী করণীয়
যেসব শিক্ষার্থী এখনও ভর্তি সম্পন্ন করেননি, তারা ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেকোনো নতুন বিজ্ঞপ্তি ও আপডেটের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।