বেগমগঞ্জ রাস্তায় পুতে রাখা জন দুর্ভোগের মালামাল উচ্ছেদ অভিজান
এম.জি বাবর, নোয়াখালীবেগমগঞ্জ উপজেলাধীন রমজনবিবি থেকে একলাশপুর মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মহাসড়কের উপর অবৈধভাবে ইট, বালি এবং গাছ রেখে পথচারীদের চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি করায় মহাসড়ক আইন ২০২১ এর ১৪ এর ১ এবং ২ ধারায় মিজানুর রহমান (৩৮), পিতা- আব্দুল গোফরানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, হাবীব উল্লাহ বাহার (৩২), পিতা- হাজী আব্দুর রবকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থা দন্ড করা হয় এবং স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮(১১) ও ৮৯ (২) ধারায় মো দুলন (৪৪), পিতা- মৃত মো. আব্দুল জলিলকে ২,০০০/- (দুই হাজার) টাকা এবং মো ওপেল (৪৮), পিতা- নুর নবীকে ২,০০০/- (দুই হাজার) টাকাসহ মোট ০৪ টি মামলায় মোট ১৯,০০০/- (উনিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এবং জানে আলম বাচ্চু (৫৫), পিতা- নাদরের জামান এবং শাহ আলম (৪২), পিতা- সোলেমান থেকে ৪০০ ঘনফুট করে মোট ৮০০ ঘনফুট বালি জব্দ করে প্রকাশ্যে নিলাম দিয়ে ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত) টাকা বিক্রি করা হয়। উল্লেখ্য বিগত ২৪ ডিসেম্বর ইউএনও মহোদয়ের নোটিশ অনুযায়ী অত্র উপজেলার সকল সড়ক থেকে নির্মাণ সামগ্রী ০৩ দিনের ভিতরে অপসারণ করার নির্দেশনা দেয়া হলে মোট ২৫৩ টি স্পর্ট থেকে তারা নিজ উদ্যোগে নির্মাণ সামগ্রী অপসারণ করলেও রমজন বিবি হতে একলাশপুর মহাসড় থেকে অপসারণ করা হয়নি বিধায় অত্র অভিযান পরিচালনা করা হয়। অত্র অভিযানে সড়ক বিভাগ, নোয়াখালী, চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই মো শাকিল হোসেনসহ একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সদয় অবগতির জন্য স্যার
✍️ মন্তব্য লিখুন