

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে এক আবেগঘন পরিবেশে প্রিয় শিক্ষিকাকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে। পুষ্পশোভিত ঘোড়ার গাড়িতে করে বিদায়ের এই ব্যতিক্রমী আয়োজন এলাকায় সৃষ্টি করে ব্যাপক আলোড়ন।
জানা যায়, সুদীর্ঘ ৪০ বছর পূর্ব হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন , সেই শিক্ষা প্রতিষ্ঠানে নিষ্ঠা ও সুনামের সঙ্গে পাঠদান শেষে অবসর এর কারণে বিদায় নিচ্ছিলেন ওই শিক্ষিকা। এ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজন করা হয় এই ব্যতিক্রমী সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান।
বিদায়ের দিন শিক্ষার্থীরা ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে আনেন। এ সময় শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, মুখে ছিল ভালোবাসা আর কৃতজ্ঞতার হাসি। রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় মানুষজন হাত নেড়ে, ফুল ছিটিয়ে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান।
এসময় এক শিক্ষার্থী বলেন,
“ম্যাডাম শুধু আমাদের শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। তাঁর শিক্ষা আর ভালোবাসা আমরা সারাজীবন মনে রাখবো।”
অপরদিকে বিদায়ী শিক্ষিকা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“এই ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। হাজীপুরের মানুষ ও আমার শিক্ষার্থীরা আমার হৃদয়ের অংশ হয়ে থাকবে।”
এলাকাবাসীর মতে, একজন শিক্ষকের প্রতি এমন সম্মানজনক বিদায় নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ।
✍️ মন্তব্য লিখুন