১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

বেগমগজ্ঞে সন্ত্রাসীদের তাণ্ডব ,পঙ্গু করেদিল কলেজ শিক্ষার্থী ইকবালকে

ডেস্ক নিউজ

                                                           

 

 

বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০নং নরউওমপু ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান ইকবাল হোসেন (২২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ইকবাল একজন পিতা-মাতাহীন যুবক, যার বিধবা মা মানসিক প্রতিবন্ধী এবং সংসারের হাল ধরতে তিনি ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি জালালউদ্দিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২০ ডিসেম্বর, ভোররাতে স্থানীয় সন্ত্রাসী মামুন, রিমন, ইয়াছিনসহ ৫-৭ জন দুষ্কৃতকারী ইকবালের গ্যারেজের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা পরিকল্পিতভাবে ইকবালকে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসী রিমন ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইকবালের হাত ক্ষতবিক্ষত করে।

সন্ত্রাসীরা হামলার পর উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ইকবালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।”

এদিকে, ইকবালের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

[ঘটনার আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন]

 

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
২১

বেগমগজ্ঞে সন্ত্রাসীদের তাণ্ডব ,পঙ্গু করেদিল কলেজ শিক্ষার্থী ইকবালকে

আপডেট: ১২:০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

                                                           

 

 

বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০নং নরউওমপু ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান ইকবাল হোসেন (২২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ইকবাল একজন পিতা-মাতাহীন যুবক, যার বিধবা মা মানসিক প্রতিবন্ধী এবং সংসারের হাল ধরতে তিনি ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি তিনি জালালউদ্দিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২০ ডিসেম্বর, ভোররাতে স্থানীয় সন্ত্রাসী মামুন, রিমন, ইয়াছিনসহ ৫-৭ জন দুষ্কৃতকারী ইকবালের গ্যারেজের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা পরিকল্পিতভাবে ইকবালকে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসী রিমন ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইকবালের হাত ক্ষতবিক্ষত করে।

সন্ত্রাসীরা হামলার পর উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ইকবালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।”

এদিকে, ইকবালের পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

[ঘটনার আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন]