যশোরে ৭শ’ ৩৫ গ্রাম ওজনের ৬টি বারসহ পাচারকারী আটক

ইয়ানূর রহমান : যশোরের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭শ‘ ৩৫ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল যশোর – নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।
বিজিবি জানায়, রুহুলের প্যান্টের পকেটের ভেতরে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।#
ইয়ানূর রহমান
 
																			








