শিরোনাম:
এশিয়া ছিন্নমূল মানবাধীকার বাস্তবায়ন ফাউন্ডেশনের তিন যুগ পূর্তি
এম জি বাবর এশিয়া ছিন্নমূল মানবাধীকার বাস্তবায়ন ফাউন্ডেশনের তিন যুগ পূর্তি উপলক্ষে ঢাকা শিশু কল্যাণ পরিষদে আজ শনিবার ১১ই অক্টোবর আলোচনা সভায় সুশাসন ও মানবাধিকার উন্নয়নে সকলে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাবেক তথ্য সম্প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল, মোঃ দলিল উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সাংবাদিক এমজি বাবর, ফখরুল ইসলাম আনসারী, আব্দুর রশিদ, সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদ, কবি মাহবুবুল আলম, এডভোকেট ফয়েজ আহমেদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় তিন শতাধিক মানবাধীকার কমিটির লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যায়।