একসময়ের জনপ্রিয় মুখ হাসান মাসুদ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন
একসময় টিভি পর্দার জনপ্রিয় মুখ ছিলেন অভিনেতা হাসান মাসুদ। ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি, পাশাপাশি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে হঠাৎ করেই শোবিজ থেকে সরে দাঁড়ান এই অভিনেতা।
বর্তমানে তাকে আর পর্দায় খুব একটা দেখা যায় না। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে করা মন্তব্যে আবারো আলোচনায় এলেও, এবার জানালেন অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা নেই তার। বরং এখন তিনি খুঁজছেন একটি চাকরি।
দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। একটা পেলেই সেটাতে ঢুকে যাবো— সেটা সাংবাদিকতা হতে পারে, আবার অ্যাডমিনিস্ট্রেশনও হতে পারে। আমি চেষ্টা করছি। তারপর একেবারেই হারিয়ে যাবো।”
একসময় সাংবাদিকতা করা হাসান মাসুদ পুরনো পেশায় ফেরার ইঙ্গিতও দেন। তিনি বলেন, সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি সে রকম ভালো অফার পাই।
দর্শকদের উদ্দেশে হাসান মাসুদ বলেন, আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সবসময় অনেস্ট থাকবেন। সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে পরকীয়া করার। এটা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলেই আপনারা ভালো থাকবেন। সুখে থাকবেন।
প্রসঙ্গত, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।
সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। এ অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাশের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।