শক্তিশালী স্নাইপার রাইফেলের গুলিতে খুন ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি,
সাধারণ কোনও আগ্নেয়াস্ত্র নয়। অতি ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার স্নাইপার রাইফেলের গুলিতে খুন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কির্ক। তদন্তকারী গোয়েন্দা সংস্থা এফবিআই সেই রাইফেল উদ্ধারও করেছে বৃহস্পতিবার। যদিও ২৪ ঘণ্টার পরেও সন্ধান মেলেনি খুনির।
বুধবার আমেরিকার ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩১ বছরের চার্লি। সম্প্রতি আমেরিকার কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করার পরিকল্পনা করেছিলেন নিহত রক্ষণশীল নেতা। নাম দিয়েছিলেন, ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। ওই সফরসূচির অংশ ছিল ইউটার ওই বিশ্ববিদ্যালয়ের আলোচনাসভায় যোগদান। সেখানে সমবেত পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার্লি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়।