দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি করে বিয়ে করছেন রাশমিকা-বিজয়
দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তাদের বাগদান অনুষ্ঠান।
সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় রাশমিকা ও বিজয়ের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়লে শনিবার (৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে।
রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে, যখন তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘গীতা গোবিন্দম’ সিনেমায়। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব ও ভালো লাগা। পরের বছর ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সেই সম্পর্ক আরও গভীর হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যেতে থাকে, যদিও দুজনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
২০২৪ সালে তারা স্পষ্ট জানান যে, তারা আর ‘সিঙ্গেল’ নন। তবে সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খোলেননি এতদিন। অবশেষে নীরবতা ভেঙে বাগদানের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তারা।
অভিনেতা বিজয়ের টিমের বরাত দিয়ে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি, অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।