ছোটপর্দা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ থাকার কারণে প্রায় ৮ দিন ধরে কথা বলতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সেই খবর জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিল প্রদাহে ভুগছেন, যার ফলে তার কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
পোস্টে ফারিয়া লিখেন, ৫ জানুয়ারি থেকে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন এবং নিজের অবস্থাকে জোর করে কথা বলার চেষ্টা করলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর ফলে তাকে বেশ কিছু নির্ধারিত কাজ ও শুটিংসূচি বাতিল করতে হয়েছে।
শবনম ফারিয়া আরও জানান, বর্তমানে তিনি এমন পর্যায়ে পৌঁছেছেন যে ফোন কলগুলোও ধরতে পারছেন না। তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করেন, খুব জরুরি হলে শুধু টেক্সট মেসেজ করার জন্য।
অভিনেত্রী শবনম ফারিয়া ছোটপর্দার মাধ্যমে জনমানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন এবং ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। ঐ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল‑প্রথম আলো পুরস্কারও জিতেছেন।
বর্তমানে পুরোপুরি সেরে ওঠার জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানা গেছে, এবং অনুরাগীদের কাছে তার দ্রুত সুস্থতার কামনা করা হচ্ছে।

✍️ মন্তব্য লিখুন