টেসলার রোবোট্যাক্সি ফ্লিট দ্বিগুণ হচ্ছে আগামী মাসে : ইলন মাস্ক
টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, আগামী মাসেই টেক্সাসের অস্টিনে কোম্পানির রোবোট্যাক্সি ফ্লিটের পরিমাণ দুই গুণে উন্নীত করা হবে। রোবোট্যাক্সি কার্যক্রম সম্প্রসারণের এই ঘোষণা দিয়েছেন তিনি বুধবার।
রয়টার্স জানায়, বর্তমানে অস্টিন ও সান ফ্রান্সিসকো বে–এরিয়ায় পরীক্ষামূলকভাবে চলা এসব রোবোট্যাক্সিতে এখনো একজন সেফটি মনিটর থাকতে হয়, যিনি প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন। তবে টেসলার লক্ষ্য হলো সম্পূর্ণ স্বচালিত নেটওয়ার্ক গড়ে তোলা।
মাস্ক আরও জানান, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ৮ থেকে ১০টি প্রধান শহরে রোবোট্যাক্সি সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে টেসলার। যদিও কোম্পানি এখনো জানায়নি বর্তমানে মোট কতটি রোবোট্যাক্সি সড়কে চলছে।
টেসলার স্বচালিত প্রকল্প FSD (Full Self Driving)–কে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে বিতর্ক থাকলেও কোম্পানি দাবি করছে, সফটওয়্যার ও সেন্সর প্রযুক্তির উন্নতির ফলে রোবোট্যাক্সি সেবার বাণিজ্যিক ব্যবহার দ্রুত বাড়ছে।
সাজু/নিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



















