মোবাইল আনা ও ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নতুন ৭ সিদ্ধান্ত নিয়েছে সরকার
দেশে বৈধ মোবাইল আমদানি উৎসাহিত করা, চোরাচালান রোধ এবং আইএমইআই রেজিস্ট্রেশন ব্যবস্থা শক্তিশালী করতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গত ১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
সভায় জানানো হয়েছে, যেসব প্রবাসীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, তারা করমুক্তভাবে সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। একই সঙ্গে ক্লোন ফোন, চুরি বা ছিনতাই করা ফোন এবং রিফারবিশড মোবাইল আমদানিও সম্পূর্ণ বন্ধ করা হবে।
সভার প্রধান সিদ্ধান্তসমূহ
১. স্মার্টফোন ব্যবহারে প্রবাসীদের জন্য ৬০ দিনের ছাড়
দেশে ছুটিতে থাকা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত মোবাইল ফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এর বেশি সময় থাকলে অবশ্যই ফোন রেজিস্ট্রেশন করতে হবে।
২. করমুক্তভাবে তিনটি ফোন আনার সুযোগ
বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা ব্যক্তিগত ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত দুইটি নতুন ফোন ফ্রিতে আনতে পারবেন।
চতুর্থ ফোন আনলে ট্যাক্স দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ফোনের পাশাপাশি কেবল একটি নতুন ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে—যাতে চোরাচালানচক্রের অপপ্রয়াস ঠেকানো যায়।
৩. বৈধ আমদানিতে শুল্ক কমানো হবে
মোবাইলের বৈধ আমদানিতে বর্তমানে প্রযোজ্য প্রায় ৬১% শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বৈধভাবে আমদানিকৃত ফোনের দাম কমবে বলে আশা করছে সরকার।
৪. স্থানীয় উৎপাদনেও শুল্ক সমন্বয়
আমদানি শুল্ক কমালে দেশের ১৩–১৪টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানের শুল্ক–ভ্যাটও সমন্বয় করতে হবে। নতুবা বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে বিটিআরসি ও এনবিআর ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে।
৫. নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ
সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, জুয়া ও মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত অপরাধ এড়াতে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৬. অবৈধভাবে আনা ফোন বৈধকরণে বিশেষ ব্যবস্থা
১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধ আমদানিকৃত ফোনগুলোর মধ্যে যেসব ডিভাইসের বৈধ আইএমইআই রয়েছে, সেগুলোর আইএমইআই লিস্ট বিটিআরসিতে জমা দিলে হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ থাকবে। তবে ক্লোন ও রিফারবিশড ফোন এ সুবিধার আওতায় আসবে না।
৭. ১৬ ডিসেম্বরের আগে সচল ফোন বন্ধ হবে না
একাধিক গুজব ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ জানিয়েছে—বর্তমানে ব্যবহৃত কোনো ফোন ১৬ ডিসেম্বরের আগে বন্ধ করা হবে না। এই সময় থেকে এনইআইআর (NEIR) চালু হবে, তাই আইএমইআইবিহীন ফোন কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সরকার জানায়, পুরনো ও রিফারবিশড ফোনের ডাম্পিং বন্ধ করতে কঠোর নজরদারি শুরু হয়েছে। ভারত, চীন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশের ফ্লাইটের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং দ্রুত কাস্টমসের অভিযান চালানো হবে।
নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫–এ সিমের ই–কেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন ডেটা সুরক্ষার ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধানও যোগ করা হয়েছে।
সরকার সবাইকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।














