০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

হাসিনার পক্ষে মামলায় লড়বেন না; নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তিনি জানান, সংশ্লিষ্ট আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা না থাকায় তিনি তার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন না। ভিডিওবার্তা প্রকাশের পর আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তার প্রতি ক্ষোভ জানায় এবং দ্রুত হাজির হওয়ার নির্দেশ দেয়।

গত ২৩ নভেম্বর গুম-নির্যাতনের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ২৭ নভেম্বর প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেখানে তিনি তার পক্ষে লড়তে চান না।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
২৩

হাসিনার পক্ষে মামলায় লড়বেন না; নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না

আপডেট: ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় তিনি জানান, সংশ্লিষ্ট আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা না থাকায় তিনি তার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন না। ভিডিওবার্তা প্রকাশের পর আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তার প্রতি ক্ষোভ জানায় এবং দ্রুত হাজির হওয়ার নির্দেশ দেয়।

গত ২৩ নভেম্বর গুম-নির্যাতনের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ২৭ নভেম্বর প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেখানে তিনি তার পক্ষে লড়তে চান না।