বেগমগঞ্জে ১২ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

এম জিবাবর নোয়াখালী প্রতিনিধিঃ
চুরি, দস্যুতা, ডাকাতি সহ ১২ মামলার আসামী আরাফাত হোসেন বাবু (২৪) নামে এক ডাকাত চক্রের সদস্য গ্রেপ্তার হয়েছে। তার বাড়ী চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামে। সে ঐ গ্রামে ইয়াসিন হোসেনের পুত্র হয়।
১৬ নভেম্বর (রবিবার) বিকেলে তাকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় মীরওয়ারিশপুর থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ , সিপিসি-৩, নোয়াখালী এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদ পেয়ে ডাকাত দলের সদস্য ও ওয়ারেন্ট সহ ১২ মামলার পলাতক আসামী চৌমুহনী পৌরসভার গনিপুর চোরাগো বাড়ীর ইয়াছিন মিয়ার পুত্র আরাফাত হোসেন বাবু (২৪) কে মীরওয়ারিশপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন কুমার দেওয়ান জানান, আসামীকে র্যাব এর সদস্যরা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়।
,














