০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসনও ছাড়াতে পারে জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী জানিয়েছে, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে তারা সর্বোচ্চ ১০০টি আসন ছেড়ে দিতে পারে। এমন তথ্য দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত ইসলামী পুরো নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রস্তুতি নিয়েছে। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চলছে। ঐক্য গড়ে উঠলে কিছু আসন ছাড়ার প্রয়োজন হবে, যা সর্বোচ্চ ১০০ আসন পর্যন্ত হতে পারে। তবুও তারা কমপক্ষে ২০০ আসনে ভোটে অংশ নেবে।

তিনি আরও জানান, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা কম বা যেখানে পূর্বে কখনও নির্বাচন হয়নি, সেসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এছাড়া কেউ যদি নিজের আসন ছাড়ার পর অন্য এলাকায় বেশি জনপ্রিয় হয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সদস্যদের সঙ্গে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৪২

সমঝোতা হলে জাতীয় নির্বাচনে ১০০ আসনও ছাড়াতে পারে জামায়াতে ইসলামী

আপডেট: ০৭:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামী জানিয়েছে, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে তারা সর্বোচ্চ ১০০টি আসন ছেড়ে দিতে পারে। এমন তথ্য দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত ইসলামী পুরো নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রস্তুতি নিয়েছে। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চলছে। ঐক্য গড়ে উঠলে কিছু আসন ছাড়ার প্রয়োজন হবে, যা সর্বোচ্চ ১০০ আসন পর্যন্ত হতে পারে। তবুও তারা কমপক্ষে ২০০ আসনে ভোটে অংশ নেবে।

তিনি আরও জানান, যেসব আসনে জামায়াতের জয়ের সম্ভাবনা কম বা যেখানে পূর্বে কখনও নির্বাচন হয়নি, সেসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এছাড়া কেউ যদি নিজের আসন ছাড়ার পর অন্য এলাকায় বেশি জনপ্রিয় হয়, তাহলে ভোটার তালিকা স্থানান্তর করতে হবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সদস্যদের সঙ্গে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।