বাংলাদেশ জামায়াতে চৌমুহনীতে সাংবাদিকদের নিয়ে দোয়া ইফতার অনুষ্ঠিত
এম জি বাবর : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার (২৩ মার্চ) চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী চৌমুহনী পৌর শাখার আমীর জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা বোরহান উদ্দিন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং রমজানে কীভাবে আত্মশুদ্ধি অর্জন করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আমাদের উচিত, এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রোজার মূল উদ্দেশ্য শুধু ক্ষুধা-তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং আত্মসংযম, দানশীলতা ও মানবসেবার মাধ্যমে নিজেদের শুদ্ধ করে তোলা।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা শাখার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে একসাথে ইফতার গ্রহণ করেন অতিথিরা।
বাংলাদেশ জামায়াত ইসলামী চৌমুহনী শহর শাখার নেতারা বলেন, এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামের মুল্যবোধ তুলে ধরা। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।