তামিম ইকবালের হার্টে রিং পরানো, এখন অনেকটাই সুস্থ
গাজীপুরের কেপিজে হাসপাতালে ভর্তি থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পুরো দেশজুড়ে ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
গতকাল সারাদিনই কেপিজে হাসপাতাল চত্বরে ছিল মানুষের ভিড়। সতীর্থ, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ছিলেন উৎকণ্ঠিত। তবে আজ সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে এবং তিনি স্বাভাবিকভাবে কথাও বলতে পারেন।
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে তামিম কার্ডিয়াক কেয়ার ইউনিটে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি কিছুটা হাঁটার চেষ্টাও করেছেন। তাঁকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে তাঁকে পুনরায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ফিরিয়ে নেওয়া হয়েছে।
কাল অসুস্থ হওয়ার আগে টস করেছেন তামিম (বাঁয়ে) বিসিবি
কীভাবে অসুস্থ হলেন তামিম?
গতকাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে গিয়ে আচমকাই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের পাশের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা সম্ভব হয়নি। পরে কেপিজে হাসপাতালেই তাঁর হার্টে ব্লক ধরা পড়ে এবং জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।
পরিবার ও সতীর্থদের প্রতিক্রিয়া
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর পুরো ক্রিকেট মহলে উদ্বেগ দেখা দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সতীর্থ খেলোয়াড় এবং ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সাকিব আল হাসান এক ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার ভাই যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে, সবাই দোয়া করবেন।”
এদিকে তামিমের পরিবারও দেশবাসীর দোয়া চেয়েছেন। তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা জানিয়েছেন, “তামিমের অবস্থা এখন আগের চেয়ে ভালো। সবাই ওর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে।”
চিকিৎসকদের পরামর্শ
চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের এখন কয়েকদিন পূর্ণ বিশ্রামের প্রয়োজন। তাঁর ওপর নিয়মিত পর্যবেক্ষণ চলছে। চিকিৎসা শেষে তাঁকে দীর্ঘমেয়াদি বিশ্রাম ও স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে পুরো দেশ। ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছেন, খুব শিগগিরই প্রিয় ব্যাটসম্যানকে আবারও ২২ গজে দেখতে পাবেন।