নোয়াখালীতে এশিয়া ছিন্নমূল মানবধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
এমজি বাবর: নোয়াখালীতে ছিন্নমূল মানবধিকার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জের বানিজ্যিক শহর চৌমুহনীর চৌমুহনী পৌর ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসায় এশিয়া ছিন্নমূল মানবধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জেলা কমিটির সাহিত্য সম্পাদক আবদুস শহীদের সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও পরিচালক এমজি বাবরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া।
মাওলানা হাফেজ আমিন উল্লাহর মুনাজাত ও দোয়ার মাধ্যমে অত্র সংগঠনের সদস্য মেহেদী হাসান আশফাক ও শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধ সহ মৃত্যু বরন করেছেন সকলের স্নরনে দেশ ও জাতির কল্যানে মাগফেরাত কামনা করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মোহাম্মদ জাকের হোসেন, সদস্য মাওলানা আবদুল ফারুক, হোসাইন মোহাম্মদ আরমান, সাংবাদিক আমিন উল্লাহ, পিন্টু খান, আজিজ আহমেদ, মোহাম্মদ সুরুজ মিঞা, মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ আরো অনেকে।
এই সময় অতিথিরা বক্তব্যে বলেন, রমজান পালনে প্রতি বছরের ন্যায় দু:স্থ ও অসহায় এবং এতিম ছাত্রদের মাঝে রোজাদারদের সেহরী ইফতার করা হয়। এতে করে সমাজের বিত্তবান শ্রেণির মানুষদের মধ্যে আরো এগিয়ে আসার তাগিদ দেন তারা।