মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন বুচ ও সুনিতা
ডেস্ক নিউজ
আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের পৃথিবীতে ফিরতে এতটা দেরি হয়ে যায়।
নির্ধারিত এক সপ্তাহের মিশন গড়াল ৯ মাসে
গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা। কিন্তু স্টারলাইনার ক্যাপসুলে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তাঁদের জন্য পাঠানো হয় স্পেসএক্সের ক্যাপসুল ‘ক্রু ড্রাগন’।
পৃথিবীতে ফেরার দীর্ঘ যাত্রা
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১১টা ৫ মিনিটে মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেন বুচ ও সুনিতা। তাঁদের সঙ্গে ছিলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ। মহাকাশে ১৭ ঘণ্টার যাত্রা শেষে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে নিরাপদে অবতরণ করে তাঁদের ক্যাপসুল।
নাসার প্রতিক্রিয়া
নাসার ক্রু–৯ মিশনের কমান্ডার নিকোলাস হেগ বলেন, ‘কী অসাধারণ যাত্রা!’ নাসার এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ ৯ মাস মহাকাশে থাকার পর তাঁদের সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা সংস্থাটির জন্য একটি বড় সাফল্য।
স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারের কাছে ফেরা
পৃথিবীতে ফেরার পরই নাসার একটি উড়োজাহাজে করে তাঁদের হাউসটনে সংস্থাটির জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েক দিন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরীক্ষায় সব ঠিক থাকলে তাঁরা পরিবারের কাছে ফিরে যাবেন।
বুচ ও সুনিতা দুজনই নাসার অভিজ্ঞ নভোচারী এবং মার্কিন নৌবাহিনীর সাবেক পাইলট। দীর্ঘ মহাকাশ যাত্রার পর তাঁরা এখন বিশ্রাম ও পুনর্বাসনের সময় পাবেন।