ইয়ানূর রহমান : যশোর পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এক কিশোর বন্দি পালিয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া কিশোর মুনসুর শেখ নড়াইল সদরের গোবরা গ্রামের বাসিন্দা।
শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, চুরি মামলার আদালতের নির্দেশে ওই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়। বুধবার দুপুরে অন্যান্যদের সঙ্গে মাঠে নিয়মিত খেলাধুলায় অংশ নিয়েছিল সে। খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ করে কৌশলে পালিয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, পালানোর মুহূর্তে দায়িত্বরত কর্মীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি। পরে গণনার সময় একজন অনুপস্থিত পাওয়া গেলে খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে কিশোরটি কেন্দ্র থেকে পালিয়ে গেছে। তবে সে কীভাবে পালাতে সক্ষম হলো, নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান থানায় বুধবার রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, পালানো বন্দিকে আটক করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া আশপাশের এলাকা, পরিবহন স্ট্যান্ড ও সম্ভাব্য লুকিয়ে থাকার স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছে।#
✍️ মন্তব্য লিখুন