
ইয়ানূর রহমান : যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চাচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাচড়া মোড় এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে সেখান থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনী (তেতুলতলা) এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ইমরান শহরের দাপুটে নেতা ছিলেন । তিনি সাবেক এমপি কাজী নামিল আহম্মেদের অনুসারী ছিলেন।#
✍️ মন্তব্য লিখুন