ফেনী: নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, দুই নারীসহ তিনজন নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত আটজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা বাসটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালান। আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন—দাগনভূঞার খুশিপুর গ্রামের শহীদুল্লাহর স্ত্রী শামিমারা বেগম (৫০), দক্ষিণ জায়লস্কর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং পরিচয় অজ্ঞাত এক যুবক (২০)। আহতরা হলেন—জান্নাত আক্তার বৃষ্টি (১৪), তামিম (১৩), আফিয়া (১০), আব্দুল্লাহ (১৮ মাস), খোদেজা (৩০), মিষ্টি (১৪), নাফসি (২৬) ও সাহাব উদ্দিন (৫৫)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।