শিরোনাম:
নোয়াখালীতে খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে জলাবদ্ধতা নিরশনে
ছবি সংগৃহীত
নোয়াখালী মুছাপুর ক্লোজার ঘাট পরিদর্শন শেষে বেগমগঞ্জ চৌমুহনীতে খালের পাড়ে অবৈধ উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন সেনাবাহিনীর কুমিল্লা বিভাগের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত তারিক, এ সময় তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরিফিন, নোয়াখালী সেনা ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত লেঃ কর্নেল রিফাত আনোয়ার, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এই সময় চৌমুহনী খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় ও খাল পরিষ্কার করার কাজ শুরু করা হয়। নোয়াখালীতে খালের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে জলাবদ্ধতা নিরশনে একটি বিশাল ভূমিকা রাখবে বলে স্থানীয়রা অভিমত দিয়েছেন।