শিরোনাম:
নোয়াখালীর চৌমুহনীতে ছিন্নমুল দুস্ত পঙ্গুূের মাঝে হুইল চেয়ার বিতরণ
এম জি বাবর : এম এ হাসেমট্টাস্টের উদ্বোগে ২৫/৪/২৫ শুক্রবার বিকেলে হোয়াইট হাওজে।এলাকার অসহায় ছিন্নমুল পঙ্গুদের ৪০ জনেরমাঝে হুইল চেয়ার বিতরণ করেন বিটিএম এ চেয়ার ম্যান শওকতবজিজ রাসেল অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম এম এ হাসেমের স্ত্রী সুলতানা হাসেম শওকতআজিজ রাসেলের স্ত্রী ফারাহরাসেল। আরও উপস্হিত ছিলেন কৃষকদলের কেন্দ্রিয় যুগ্ন ডাধারন সম্পাদক শাহ আবদুল্যা আল বাকী। নোয়াখালী(৩)আসনে আগামী সংসদ সদস্য মনোয়ন প্রত্যাসী মরহুম এম এ হাসেমের সুযোগ্য সন্তান শওকতআজিজ রাসেল এবং বিএনপি যুবদল কৃষকদল শ্রমিকদল ও ছাএদলের নেতৃবৃন্দ।