আইপিএল ২০২৫: চমকপ্রদ অধিনায়ক তালিকা, কলকাতার নেতৃত্বে রাহানে, মুম্বাইয়ে পান্ডিয়া!
স্পোর্টস ডেস্ক:
আইপিএল ২০২৫ আসরে কে কোন দলের অধিনায়ক হবেন, তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। কেউ ছিলেন অনুমিত, আবার কেউ দিলেন চমক! বড় তারকাদের পেছনে ফেলে অধিনায়ক হয়েছেন কিছু নতুন মুখও। মুম্বাই ইন্ডিয়ানসে রোহিত শর্মার জায়গায় এবার নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, আর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে!
দেখে নেওয়া যাক, এবারের আইপিএলে কোন দলের নেতৃত্বে আছেন কারা—
🚀 চেন্নাই সুপার কিংস (CSK) – রুতুরাজ গায়কোয়াড়
এমএস ধোনির উত্তরসূরি হিসেবে গত মৌসুমেই দায়িত্ব পেয়েছিলেন গায়কোয়াড়। এবারও ধোনি-জাদেজাদের নিয়ে চেন্নাইকে শিরোপার পথে এগিয়ে নিতে মাঠে নামবেন তিনি।
🔥 গুজরাট টাইটানস (GT) – শুবমান গিল
২০২৪ সালে গুজরাটের অধিনায়কত্ব পাওয়ার পর দুর্দান্ত পারফর্ম করেন গিল। ভারতের সহ-অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করায় গুজরাটও তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে।
⚡ কলকাতা নাইট রাইডার্স (KKR) – অজিঙ্কা রাহানে (চমক!)
কেউ ভাবেননি যে কলকাতার নেতৃত্বে দেখা যাবে রাহানেকে! নিলামে ভিত্তিমূল্যে কেনার পরও কলকাতা তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে, যা বেশ বড় চমক।
🎯 লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (LSG) – ঋষভ পন্ত
দিল্লির হয়ে দীর্ঘদিন অধিনায়কত্ব করা পন্ত এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। দলে রয়েছেন কেএল রাহুল, মার্কাস স্টয়নিসের মতো তারকারা, তবে নেতৃত্বের ব্যাটন পান্তের হাতেই।
💥 দিল্লি ক্যাপিটালস (DC) – অক্ষর প্যাটেল
দিল্লির নতুন অধিনায়ক অক্ষর প্যাটেল। আগের মৌসুমে পন্ত নিষেধাজ্ঞায় থাকায় অস্থায়ী দায়িত্বে ছিলেন তিনি, এবার স্থায়ীভাবে পেলেন নেতৃত্ব।
🏆 মুম্বাই ইন্ডিয়ানস (MI) – হার্দিক পান্ডিয়া
সবচেয়ে আলোচিত অধিনায়ক পরিবর্তন হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসে। দীর্ঘদিনের সফল অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া। এখন দেখার বিষয়, মুম্বাইয়ের ভাগ্য কতটা বদলাতে পারেন তিনি!
🚀 পাঞ্জাব কিংস (PBKS) – শ্রেয়াস আইয়ার
গতবার কলকাতাকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবার পাঞ্জাব কিংসের দায়িত্বে। নিলামে ২৬.৭৫ কোটি রুপিতে কেনার পর সরাসরি নেতৃত্বভার দিয়ে দিল দলটি।
🔥 রাজস্থান রয়্যালস (RR) – সঞ্জু স্যামসন
২০২১ সাল থেকে টানা রাজস্থানের অধিনায়কত্ব করছেন সঞ্জু স্যামসন। এবারও তার নেতৃত্বে মাঠে নামবে রাজস্থান।
⚡ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) – রজত পাতিদার (সবচেয়ে বড় চমক!)
বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনের মতো তারকাদের দলে রেখে অধিনায়ক করা হয়েছে তুলনামূলক অনভিজ্ঞ রজত পাতিদারকে! আইপিএলের ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে বড় চমক।
💪 সানরাইজার্স হায়দরাবাদ (SRH) – প্যাট কামিন্স (একমাত্র বিদেশি অধিনায়ক!)
২০২৫ আইপিএলে একমাত্র বিদেশি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। গত মৌসুমে দলকে ফাইনালে তোলা এই লিডার এবার শিরোপার স্বপ্ন দেখছেন।
🔴 এবারের আইপিএলে নেতৃত্ব বদল কতটা প্রভাব ফেলবে?
মুম্বাইতে রোহিত শর্মার জায়গায় পান্ডিয়া, কলকাতায় রাসেল-নারিনদের পাশে রাহানে, আর বেঙ্গালুরুতে কোহলির দলে পাতিদারের অধিনায়কত্ব—এসব সিদ্ধান্ত আইপিএল ২০২৫-কে আরও আকর্ষণীয় করে তুলবে নিশ্চিতভাবেই! এখন দেখার বিষয়, এই নতুন অধিনায়কেরা কতটা সফল হন।
📢 আপনার মতামত কী? কোন অধিনায়ক দলকে চ্যাম্পিয়ন করতে পারেন? কমেন্টে জানাতে ভুলবেন না! 🎯🔥🚀