কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
শনিবার (২০ ডিসেম্বর) বন্দর নগরী চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, বাংলাদেশকে ক্যাশলেস করতে প্রত্যেক নাগরিকের কাছে ৬ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছাতে হবে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে দেশের খুচরা লেনদেনের অন্তত ৭৫ শতাংশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা।
গভর্নর বলেন, বাংলাদেশকে চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ শক্তিশালী করতে হবে, যেমন সিঙ্গাপুর, দুবাই ও হংকং করেছে, যেন এই অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়।
তিনি উল্লেখ করেন, শিগগিরই সব সমুদ্রবন্দর ও বিমানবন্দরে ২৪/৭ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা তৎক্ষণাৎ ইলেকট্রনিক ফান্ড স্থানান্তর ব্যবস্থা চালু করা হবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ করবে।
আহসান এইচ মনসুর মন্তব্য করেন, উৎপাদন খাতের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী ঋণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে জেলা ও গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি ঋণ সম্প্রসারণের মাধ্যমে।

✍️ মন্তব্য লিখুন