৪ ঘণ্টায়ও কমেনি কড়াইল বস্তির আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগে চার ঘণ্টা পেরিয়ে গেলেও তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর আগুনের সূত্রপাত হয়। রাত ৯টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন লাগার পরপরই বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বস্তির বাসিন্দাদের অধিকাংশই পোশাককর্মী, রিকশাচালক, হকার ও দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় অনেকে ঘরে না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। সন্ধ্যার পর দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও চাপকল ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তির বড় একটি অংশ আগুনে জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলী দূর থেকে দৃশ্যমান। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
বস্তিবাসীরা জানান, অন্তত শতাধিক ঘর পুড়ে গেছে। কেউ শেষ সম্বল রক্ষায় মরিয়া হয়ে চেষ্টা করছেন, আবার কেউ অসহায় হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আগুনের তাণ্ডব দেখছেন।
















