যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত

ইয়ানূর রহমান : যশোরে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক দুটি সড়ক
দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায়, রোববার রাত সাড়ে ১০টায় যশোর-নড়াইল মহাসড়কের
বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে
ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ
হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাঁশ বাসের ভেতরে
ঢুকে পড়ে। এঘটনায় ঘটনাস্থলেই নিহত হন যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ
আলীর ছেলে বাসচালক আক্তার হোসেন (৩৫) ও গুরুতর আহত অবস্থায় যশোর শহরতলীর
ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়
সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফরকে যশোর সদর হাসপাতালে এবং
নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্যকে
নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া
অন্তত ২৫ জন আহত হয়েছেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী
বলেন, “দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”
অন্যদিকে, সোমবার ভোর ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার
পারবাজার এলাকায় যশোর-ন (১১-০৩৯৪) নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে
বিপরীত দিক থেকে আসা ‘শামীম এন্টারপ্রাইজ’ পরিবহনের ঢাকা মেট্রো-ব
(১২-৩৬৯৩) নম্বরের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন
পিকআপচালক রুহুল কুদ্দুস (৩৮)। তিনি ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের মৃত
নেছার আলীর ছেলে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।