ঢাকার উত্তরার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ভবনটি থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বহুতল আবাসিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) এবং তাদের আড়াই বছর বয়সী ছেলে মো. রিশান।
এর আগে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা ৫০ মিনিটে সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হলে ৭টা ৫৮ মিনিটে তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে জানিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলেও জানায় ফায়ার সার্ভিস।

✍️ মন্তব্য লিখুন