০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সন্তান–স্ত্রী–টিম মেম্বারদের নিয়ে হাদির আবেগঘন পোস্ট

ডেস্ক নিউজ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া সন্তান–স্ত্রী–টিম মেম্বারদের নিয়ে তিনি একটি আবেগঘন পোস্ট পোস্ট লিখেন।

বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য ওসমান হাদির পুরো ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:–

কয়েকদিন পরে বাসায় আসলাম। দুই সপ্তাহ ধরে একটানা ফজর থেকে এশা পর্যন্ত ঢাকা-৮ এর অলিতে গলিতে হাঁটতে হাঁটতে টিমের সবার পা ফুলে গেছে। রাতে ফিরে সবাই একসাথে শুয়ে থাকি ফ্লোরিং করে। রাত দুইটায় শুয়ে আবার পাঁচটায় উঠে কোনো এক মসজিদে গিয়ে ফজর ধরি সবাই।

বাচ্চাটা আধো আধো আব্বা বলা শিখছে ইদানিং। ঢাকায় থেকেও একটানা দুই-তিন দিনে দেখা হয় না ওর সাথে। সারাদিন একা একা আব্বা বলে ডাকে। ওর মা ভিডিও পাঠায়। একটু কোলে নিয়ে চুমু খাওয়ার সুযোগ হয় না। মন খারাপ হয় খুব।

কিন্তু যখনই টিমের ভাইগুলোর ক্লান্ত চোখের দিকে তাকাই, সন্তানকে স্পর্শ করতে না পারার দুঃখ ভুলে যাই নিমিষেই। বাবা হওয়ার পর থেকে আমার ভাইগুলোরে ঠিক নিজের বাচ্চা মনে হয়। আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য ভীষণ ক্লান্ত দেহে ওদের আপ্রাণ লড়াই দেখে একলা আমার চোখ ভিজে যায়।

পায়ে আমার প্রচন্ড ব্যাথা অনেক দিন ধরে। ডাক্তার বলেছে- প্রোপার রেস্ট না নিলে ঔষধে ব্যাথা কমবে না। কিন্তু রাজপথে প্রতিদিন আমরা যে অসীম ভালোবাসার স্বাক্ষী হচ্ছি, তাতে বিশ্রাম শব্দটা আমাদের জীবনে আর কবে ফিরবে জানি না। কয়েকদিন পরে আজ বাসায় আসলাম। ছেলে ঘুমাচ্ছে।

এই ঘুমের মধ্যেই ভোরে আবার বের হয়ে যাবো কোথাও। ও জানবেও না যে, আমি আজ ওরে দেখতে আসছিলাম।

বাচ্চার মুখের দিকে তাকায়ে এসব ভাবতেই মনে হলো- আমার ভাইয়েরা এখনও রাত জেগে ভ্যান র‍্যালির প্রস্তুতি নিচ্ছে।

মনে হচ্ছে- আজ রাতটাও ওদের সাথে থাকলে হয়তো ধমক দিয়ে এখন সবাইকে ঘুম পাড়ায়ে দিতে পারতাম। পাগল এই প্রাণগুলোরে হাশরের দিনে তুমি খুব খুশী করে দিও খোদা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
২১

সন্তান–স্ত্রী–টিম মেম্বারদের নিয়ে হাদির আবেগঘন পোস্ট

আপডেট: ০১:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া সন্তান–স্ত্রী–টিম মেম্বারদের নিয়ে তিনি একটি আবেগঘন পোস্ট পোস্ট লিখেন।

বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য ওসমান হাদির পুরো ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:–

কয়েকদিন পরে বাসায় আসলাম। দুই সপ্তাহ ধরে একটানা ফজর থেকে এশা পর্যন্ত ঢাকা-৮ এর অলিতে গলিতে হাঁটতে হাঁটতে টিমের সবার পা ফুলে গেছে। রাতে ফিরে সবাই একসাথে শুয়ে থাকি ফ্লোরিং করে। রাত দুইটায় শুয়ে আবার পাঁচটায় উঠে কোনো এক মসজিদে গিয়ে ফজর ধরি সবাই।

বাচ্চাটা আধো আধো আব্বা বলা শিখছে ইদানিং। ঢাকায় থেকেও একটানা দুই-তিন দিনে দেখা হয় না ওর সাথে। সারাদিন একা একা আব্বা বলে ডাকে। ওর মা ভিডিও পাঠায়। একটু কোলে নিয়ে চুমু খাওয়ার সুযোগ হয় না। মন খারাপ হয় খুব।

কিন্তু যখনই টিমের ভাইগুলোর ক্লান্ত চোখের দিকে তাকাই, সন্তানকে স্পর্শ করতে না পারার দুঃখ ভুলে যাই নিমিষেই। বাবা হওয়ার পর থেকে আমার ভাইগুলোরে ঠিক নিজের বাচ্চা মনে হয়। আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য ভীষণ ক্লান্ত দেহে ওদের আপ্রাণ লড়াই দেখে একলা আমার চোখ ভিজে যায়।

পায়ে আমার প্রচন্ড ব্যাথা অনেক দিন ধরে। ডাক্তার বলেছে- প্রোপার রেস্ট না নিলে ঔষধে ব্যাথা কমবে না। কিন্তু রাজপথে প্রতিদিন আমরা যে অসীম ভালোবাসার স্বাক্ষী হচ্ছি, তাতে বিশ্রাম শব্দটা আমাদের জীবনে আর কবে ফিরবে জানি না। কয়েকদিন পরে আজ বাসায় আসলাম। ছেলে ঘুমাচ্ছে।

এই ঘুমের মধ্যেই ভোরে আবার বের হয়ে যাবো কোথাও। ও জানবেও না যে, আমি আজ ওরে দেখতে আসছিলাম।

বাচ্চার মুখের দিকে তাকায়ে এসব ভাবতেই মনে হলো- আমার ভাইয়েরা এখনও রাত জেগে ভ্যান র‍্যালির প্রস্তুতি নিচ্ছে।

মনে হচ্ছে- আজ রাতটাও ওদের সাথে থাকলে হয়তো ধমক দিয়ে এখন সবাইকে ঘুম পাড়ায়ে দিতে পারতাম। পাগল এই প্রাণগুলোরে হাশরের দিনে তুমি খুব খুশী করে দিও খোদা।