০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

নিউজ ডেস্ক

করোনা মহামারির পর সবচেয়ে বড় একদিনের বা দৈনিক পতনের কবলে পরেছে স্বর্ণের বাজার। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মঙ্গলবার (২১ অক্টোবর) এক ধাক্কায় ৫ শতাংশেরও বেশি কমে যায় মূল্যবান এই ধাতুটির দাম।

বার্তাসংস্থা রয়টার্স ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বেচাকেনায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলার, যা এক সপ্তাহের সর্বনিম্ন। এটি ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় দৈনিক পতন বলে উল্লেখ করেছে রয়টার্স।

এর আগে সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার ছুঁয়েছিল। পরদিনই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে বড় পতন ঘটে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর লাভ তুলে নেওয়ার প্রবণতা এবং মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত অনিশ্চয়তা এই পতনের প্রধান কারণ। তারা বলছেন, এটি মূলত স্বর্ণবাজারের স্বাভাবিক ‘সংশোধন ধাপ’।

গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশের বেশি। ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনা— এসব কারণেই বাজারে বড় উত্থান দেখা দিয়েছিল।

এদিকে বাংলাদেশের বাজারেও সোমবার (২০ অক্টোবর) থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছে— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১৫

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

আপডেট: ১১:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

করোনা মহামারির পর সবচেয়ে বড় একদিনের বা দৈনিক পতনের কবলে পরেছে স্বর্ণের বাজার। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মঙ্গলবার (২১ অক্টোবর) এক ধাক্কায় ৫ শতাংশেরও বেশি কমে যায় মূল্যবান এই ধাতুটির দাম।

বার্তাসংস্থা রয়টার্স ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বেচাকেনায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলার, যা এক সপ্তাহের সর্বনিম্ন। এটি ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় দৈনিক পতন বলে উল্লেখ করেছে রয়টার্স।

এর আগে সোমবার (২০ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ৫২ ডলার ছুঁয়েছিল। পরদিনই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে বড় পতন ঘটে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রেকর্ড দামের পর লাভ তুলে নেওয়ার প্রবণতা এবং মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত অনিশ্চয়তা এই পতনের প্রধান কারণ। তারা বলছেন, এটি মূলত স্বর্ণবাজারের স্বাভাবিক ‘সংশোধন ধাপ’।

গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশের বেশি। ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর সম্ভাবনা— এসব কারণেই বাজারে বড় উত্থান দেখা দিয়েছিল।

এদিকে বাংলাদেশের বাজারেও সোমবার (২০ অক্টোবর) থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছে— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।