ইউক্রেন – রাশিয়ার বিরুদ্ধে জিততে পারবে বলে মনে হয় না : ডোনাল্ড ট্রাম্প
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বিশ্বাস করেন, রাশিয়াকে পরাজিত করার মতো সক্ষমতা ইউক্রেনের রয়েছে।
সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের কোনো সম্ভাবনা এখনও অবশিষ্ট আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “তারা (ইউক্রেন) জিততে পারত। আমার মনে হয় না তা তারা পারবে; কিন্তু তারা চাইলে এখনও তা পারে।”
তিনি আরও বলেন, “আসলে যে কোনো কিছুই ঘটতে পারে। আপনারা জানেন, যুদ্ধ খুবই বিচিত্র একটি বিষয়। এখানে অনেক খারাপ ঘটনা ঘটে, অনেক ভালো ব্যাপারও ঘটে।”
brac epl single inner regular
ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী বর্তমানে দেশটির বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে—এমন দাবির বিষয়ে ট্রাম্প বলেন, “হ্যাঁ, হামলা হচ্ছে, তবে যারা নিহত হচ্ছে— সবাই সামরিক। প্রতি সপ্তাহে দুই পক্ষের ৫ হাজার থেকে ৭ হাজার করে সেনা নিহত হচ্ছে।”
২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে ট্রাম্প জানিয়েছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন, গত আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন। তবে এখন পর্যন্ত এ ইস্যুতে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
বর্তমানে যুদ্ধ নিয়ে প্রকাশ্যে দেওয়া ট্রাম্পের বক্তব্যেও পরস্পরবিরোধিতা দেখা যাচ্ছে। গত মাসে তিনি বলেছিলেন, ইউক্রেন রুশ বাহিনীর দখলে যাওয়া সব এলাকা ফিরে পাবে।
কিন্তু পরশু দিন এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, “ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হবে। এই ত্যাগস্বীকার তাকে করতেই হবে। কারণ, পুতিন অবশ্যই কিছু নেবেন। মানে আমি বলতে চাচ্ছি, তারা (রুশ বাহিনী) লড়াই করেছে এবং অবশ্যই কিছু সম্পত্তি তারা জয় করেছে।”
এদিকে গত শুক্রবার ট্রাম্প জানান, শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। বৈঠকটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।