০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নভেম্বর থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে গুনতে হবে মাশুল

নিউজ ডেস্ক

দেশে নগদ অর্থের ব্যবহার কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে আগামী ১ নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে সরাসরি আন্তঃলেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) জারি করা এক সার্কুলারে জানানো হয়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত থাকবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে বা মোবাইল থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে।

গ্রাহককে নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে—ব্যাংক থেকে এমএফএসে ০.১৫%, পিএসপি থেকে এমএফএসে ০.২০% এবং এমএফএস থেকে ব্যাংকে ০.৮৫%। অর্থাৎ, ব্যাংক থেকে এক হাজার টাকা পাঠালে চার্জ সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা, পিএসপি থেকে ২ টাকা এবং এমএফএস থেকে ব্যাংকে পাঠালে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফি প্রেরকের হিসাব থেকে কর্তন করা হবে এবং প্রাপকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না। এই উদ্যোগের ফলে দেশের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথ আরও সুগম হবে এবং ডিজিটাল লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১৭

নভেম্বর থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে গুনতে হবে মাশুল

আপডেট: ১১:০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

দেশে নগদ অর্থের ব্যবহার কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে আগামী ১ নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে সরাসরি আন্তঃলেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) জারি করা এক সার্কুলারে জানানো হয়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত থাকবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে বা মোবাইল থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে।

গ্রাহককে নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে—ব্যাংক থেকে এমএফএসে ০.১৫%, পিএসপি থেকে এমএফএসে ০.২০% এবং এমএফএস থেকে ব্যাংকে ০.৮৫%। অর্থাৎ, ব্যাংক থেকে এক হাজার টাকা পাঠালে চার্জ সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা, পিএসপি থেকে ২ টাকা এবং এমএফএস থেকে ব্যাংকে পাঠালে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফি প্রেরকের হিসাব থেকে কর্তন করা হবে এবং প্রাপকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না। এই উদ্যোগের ফলে দেশের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথ আরও সুগম হবে এবং ডিজিটাল লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।