০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নতুন দুটি টেলিভিশন চ্যানেলের মালিকানা নিয়ে, বিস্ফোরক মন্তব্য করলেন নুর

নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দুটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স অনুমোদন দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। লাইসেন্সপ্রাপ্তরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হওয়ায় তিনি সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে ‘স্বজনপ্রীতি ও প্রতিষ্ঠান দখলের চিত্র’ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নুরুল হক নুর বলেন, “শুনেছি এনসিপির দুই নেতার নামে দুটি গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের নামে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের আমি চিনি। নিজেদের সংসারই ঠিকভাবে চালাতে হিমশিম খাচ্ছেন তারা, সেখানে টেলিভিশন চ্যানেল পরিচালনা করবেন কীভাবে?”

তিনি আরও বলেন, “আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পর থেকে আমি যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ আছে, সেটাই স্পষ্ট হয়েছে। আমরা এই সরকার থেকে এমনটি প্রত্যাশা করিনি।”নুর বলেন, “ওয়ান-ইলেভেনের সময় সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুতে যে কঠোর অবস্থান নিয়েছিল, এই সরকারে আমরা তার কিছুই দেখিনি। বরং পুরোনো ধাঁচে ভাগ-বাঁটোয়ারা আর নিয়ন্ত্রণের চিত্রই চোখে পড়ছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি নতুন চ্যানেলের অনুমোদন দেয়। এর মধ্যে ‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন এবং ‘লাইভ টিভি’র লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামে আরেক ব্যক্তি, যিনি পূর্বে জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। এই সিদ্ধান্তের পরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
৫০

নতুন দুটি টেলিভিশন চ্যানেলের মালিকানা নিয়ে, বিস্ফোরক মন্তব্য করলেন নুর

আপডেট: ০২:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দুটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স অনুমোদন দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। লাইসেন্সপ্রাপ্তরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হওয়ায় তিনি সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে ‘স্বজনপ্রীতি ও প্রতিষ্ঠান দখলের চিত্র’ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নুরুল হক নুর বলেন, “শুনেছি এনসিপির দুই নেতার নামে দুটি গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের নামে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের আমি চিনি। নিজেদের সংসারই ঠিকভাবে চালাতে হিমশিম খাচ্ছেন তারা, সেখানে টেলিভিশন চ্যানেল পরিচালনা করবেন কীভাবে?”

তিনি আরও বলেন, “আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পর থেকে আমি যেখানে ছিলাম, এখনো সেখানেই আছি। এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক আচরণ আছে, সেটাই স্পষ্ট হয়েছে। আমরা এই সরকার থেকে এমনটি প্রত্যাশা করিনি।”নুর বলেন, “ওয়ান-ইলেভেনের সময় সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুতে যে কঠোর অবস্থান নিয়েছিল, এই সরকারে আমরা তার কিছুই দেখিনি। বরং পুরোনো ধাঁচে ভাগ-বাঁটোয়ারা আর নিয়ন্ত্রণের চিত্রই চোখে পড়ছে।”

প্রসঙ্গত, মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি নতুন চ্যানেলের অনুমোদন দেয়। এর মধ্যে ‘নেক্সট টিভি’র লাইসেন্স পেয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন এবং ‘লাইভ টিভি’র লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামে আরেক ব্যক্তি, যিনি পূর্বে জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। এই সিদ্ধান্তের পরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।