দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের গণমাধ্যম সংলাপ আগামীকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের পরামর্শ নিতে আগামীকাল সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামীকাল সকালে ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে কমিশন।
গত ২৮ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করে ইসি। সেদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ইসি জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন তাদের অঙ্গীকার। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সমান সুযোগ নিশ্চিত করতেই এই সংলাপের আয়োজন।
ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তাঁর কমিশন বাস্তবায়ন করবে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করতে চায় ভোট আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থাটি।