ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন: মির্জা ফখরুল
ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন রয়েছে।”
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর প্রসঙ্গে তিনি বলেন, “এ সফর অত্যন্ত সফল হয়েছে। অধিবেশন ছাড়াও প্রবাসীদের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছে, সেগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। সব মিলিয়ে গণতন্ত্রের জন্য এটি ভালো হয়েছে।”
তিনি আরও জানান, জাতীয় ঐক্য প্রদর্শনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এ সফরে আমন্ত্রণ জানিয়েছেন, যা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক।
নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এটা কোনো বিষয় নয়। আমরা এটাকে বড় করে দেখি না। বাংলাদেশে অতীতেও এমন ঘটনা ঘটেছে। এ ধরনের আচরণ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ।”