আইএল টি-টোয়েন্টিতে তিন বাংলাদেশি ক্রিকেটার
আইএল টি-টোয়েন্টির আসরে দল পেয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। নিলামের আগেই সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। এবার নিলামে সুযোগ পেলেন আরও দুই তারকা—অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।
বুধবার (১ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে প্রথম ডাকেই অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় দফায় তাকে ৪০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। অন্যদিকে, শারজাহ ওয়ারিয়র্স ৮০ হাজার ডলারে দলে নিয়েছে তাসকিন আহমেদকে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ১৩ জন করে মোট ৭৮ জন খেলোয়াড় নেবে এবং নিলামে সর্বোচ্চ ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে পারবে।
গত মৌসুমে আইপিএলের শেষ দিকে মিচেল স্টার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে খেলার সুযোগ পান মুস্তাফিজ। এবার একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়েই আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামবেন তিনি।