শিরোনাম:
আগামীকাল বিশ্বকর্মা পূজা উপলক্ষে দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ইয়ানূর রহমান : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা
উপলক্ষে আগামীকাল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের
মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। আজ মঙ্গলবার
(১৬ সেপ্টেম্বর) তিনি জানান, ভারতের সরকারি ছুটি থাকায় এক দিনের জন্য দুই
দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্বকর্মা পূজার সরকারি
ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও,
বৃহস্পতিবার সকাল থেকে আবারো স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।
বন্দরের পরিচালক আরও জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস
হাউস ও বন্দরে পণ্য খালাস, মালামাল ওঠানামাসহ অন্যান্য কার্যক্রম চালু
থাকবে। এছাড়া, ভারতীয় খালি ট্রাকগুলো পণ্য খালাস শেষে ফিরে যেতে পারবে













