ভেঙে দেওয়া হলো মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ!
বাংলাদেশ ব্যাংকের বড় সিদ্ধান্ত! মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তিন ব্যাংককে চিঠি দিয়ে এই নির্দেশনা জানানো হয়েছে।
🔎 কেন এই সিদ্ধান্ত?
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, ব্যাংকগুলোতে সুশাসন ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ন্ত্রণমুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো, তবে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া এই ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল।
➡️ কারা ছিলেন পরিচালনা পর্ষদে?
✅ মেঘনা ব্যাংক: চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচ এন আশিকুর রহমান। পরিচালনা পর্ষদে ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার।
✅ এনআরবি ব্যাংক: চেয়ারম্যান ছিলেন আল হারামাইন পারফিউমের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।
✅ এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি): চেয়ারম্যান ছিলেন রাশিয়া আওয়ামী লীগের নেতা এস এম পারভেজ তমাল।
সরকার পরিবর্তনের পর এই নেতারা দেশে ফিরছেন না বলে জানা গেছে।
➡️ নতুন পর্ষদ গঠন কবে?
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন,
📌 আগামীকাল (বুধবার) এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে আলী হোসেন প্রধানিয়া দায়িত্ব নেবেন।
📌 বৃহস্পতিবার মেঘনা ও এনআরবি ব্যাংক নিজেদের চেয়ারম্যান নির্বাচন করবে।
📌 পর্ষদে থাকবেন সাবেক ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও হিসাববিদরা।
📢 এই বড় সিদ্ধান্ত কি ব্যাংকিং খাতে পরিবর্তন আনবে? আপনার মতামত দিন! ⬇️