রাজধানীর ওয়ারী থেকে স্কুল ফেরত এক নারী ও তার শিশুপুত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের এক দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।
মা ও ছেলের শেষ অবস্থান
নিখোঁজ নারী লামিয়া (৩০) এবং তার ছেলে আহনাফ (৭) গতকাল মঙ্গলবার (৫ মার্চ) সকালে বলধা গার্ডেনসংলগ্ন ইএলসি স্কুলে যান। পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাদের বাসায় ফেরার কথা ছিল। তবে তারা আর ফেরেননি।
স্বামী হুমায়ুন কবির জানান, দুপুরের পর থেকে স্ত্রীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টার দিকে তিনি ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অপরিচিত নম্বর থেকে ফোন, অপহরণের ইঙ্গিত?
নিখোঁজের কয়েক ঘণ্টা পর, বেলা সাড়ে ৩টার দিকে, একটি অপরিচিত নম্বর থেকে আহনাফের নানির ফোনে কল আসে। কল রিসিভ করার পর শিশুটি জানায়, “আমরা নিরাপদে আছি।” এরপরই ফোনের লাইন কেটে দেওয়া হয়।
হুমায়ুন কবির মনে করছেন, এটি একটি অপহরণের ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি ওয়ারী থানায় অভিযোগ জানালেও পুলিশ এখনো এটিকে আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নেয়নি।
পুলিশের তদন্ত ও অগ্রগতি
এ বিষয়ে ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদ বলেন, “আমরা কল ট্র্যাক করে জানতে পেরেছি, ফোনটির সর্বশেষ অবস্থান ছিল ডেমরার কোনাপাড়ায়। মোবাইল ব্যবহারকারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।”
এদিকে নিখোঁজ মা ও ছেলের পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
অপহরণ নাকি অন্য কিছু?
পুলিশ বলছে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। এটি অপহরণ নাকি অন্য কোনো ব্যক্তিগত ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অপরিচিত নম্বর থেকে ফোন আসার বিষয়টি রহস্যজনক।
এ ঘটনায় ওয়ারী এলাকার বাসিন্দারাও উদ্বিগ্ন। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ মা-ছেলেকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয়রা