
মানবতার কল্যাণে হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ২৩ জানুয়ারি বিকেলে নোয়াখালী চৌমুহনী হাজীপুরে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন শীত নিবারনে কম্বল বিতরণ করেছেন স্থানীয় শাখা কমিটি। কেন্দ্রীয় ত্রাণ পরিচালক সাংবাদিক এম জি বাবর এর তত্বাবধানে অর্ধশতাধিক গরীব ছিন্নমূলকে খাদ্য, শীত নিবারণ কম্বল বিতরণকালে কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া,সদস্য সায়মন ফোরকান, জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সদস্য আমিন উল্লাহ, প্রবাসী মাসুম বিল্লাহ,মাওঃ গিয়াস উদ্দিন ও মাওঃ রুহুল আমিন,হোসাইন মোহাম্মদ আরমান, নিরব হোসেন, আকিব আবরার প্রভাত,আশরাফ আলী আবরার ফালাক, জহির উদ্দিন আনান,মাওঃ আবুল কাশেম, আয়েশা আক্তার,রহিমা বিবি ও আবু সালেহীন প্রমুখ।
✍️ মন্তব্য লিখুন