১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

কেন অটোরিকশায় যাতায়াত করেন আমিরের ছেলে

নিউজ ডেস্ক

বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খান বিলাসবহুল গাড়ির বদলে অটোরিকশায় চলা পছন্দ করেন। সম্প্রতি ভারতি সিং এবং হার্শ লিম্বাচিয়া-এর ইউটিউব চ্যানেলে একটি আড্ডায় জুনায়েদ তার এই অভ্যাসের পেছনের কারণ এবং এক মজার ঘটনা শেয়ার করেন।

জুনায়েদ কেন বিলাসবহুল গাড়ির বদলে অটোতে যাতায়াত করেন? এমন প্রশ্ন করা হলে জুনায়েদ বলেন, ‘মুম্বাইয়ের মতো শহরে অটোতে চলা সবচেয়ে ভাল উপায়। গাড়ি নিলে ট্রাফিক জ্যাম হবে, পার্কিং খুঁজে পেতে সময় লাগবে। এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। আমার আর একটি সুবিধা হলো, আমাকে বেশি মানুষ চেনে না। একবারই কেবল অটো চালক আমাকে চিনেছিল।’

জুনায়েদ বলেন, ‘একবার আমি আন্দেরি থেকে বান্দ্রা যাচ্ছিলাম আমার নাটকের রিহার্সালের জন্য। একই সময়, বাবা ইয়াশ রাজ স্টুডিও থেকে ফিরছিলেন। একটা লাল সিগন্যালে তার গাড়ি ঠিক আমার অটোর পাশেই থেমেছিল।’

তিনি বলেন, ‘আমি ফোনে ব্যস্ত ছিলাম, তখন তিনি জানালা নামিয়ে আমাকে হ্যালো বলেন, আমিও হ্যালো বলি। সিগন্যাল গ্রিন হওয়ার পর গাড়ি এগিয়ে যায়। তখন অটোচালক অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি তাকে চেনেন?’ আমি বলি, ‘হ্যাঁ, আসলে আমরা একই এলাকায় থাকি। তার মা আর আমার দাদি বানারসের।’

জুনায়েদ খান এবং খুশি কাপুর সম্প্রতি তাদের বলিউডে অভিষেক ঘটিয়েছেন, যথাক্রমে ‘মহারাজ’ এবং ‘দ্য আর্কিস’-এ। তারা এখন অ্যাডভেইট চন্দনের ‘লাভেয়াপা’ সিনেমার মাধ্যমে থিয়েটারে অভিষেক করতে যাচ্ছেন। রোমান্টিক ড্রামা ‘লাভ টুডে’ সিনেমার রিমেকটি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
১৬

কেন অটোরিকশায় যাতায়াত করেন আমিরের ছেলে

আপডেট: ০৯:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

বলিউড সুপারস্টার আমির খানের পুত্র জুনায়েদ খান বিলাসবহুল গাড়ির বদলে অটোরিকশায় চলা পছন্দ করেন। সম্প্রতি ভারতি সিং এবং হার্শ লিম্বাচিয়া-এর ইউটিউব চ্যানেলে একটি আড্ডায় জুনায়েদ তার এই অভ্যাসের পেছনের কারণ এবং এক মজার ঘটনা শেয়ার করেন।

জুনায়েদ কেন বিলাসবহুল গাড়ির বদলে অটোতে যাতায়াত করেন? এমন প্রশ্ন করা হলে জুনায়েদ বলেন, ‘মুম্বাইয়ের মতো শহরে অটোতে চলা সবচেয়ে ভাল উপায়। গাড়ি নিলে ট্রাফিক জ্যাম হবে, পার্কিং খুঁজে পেতে সময় লাগবে। এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। আমার আর একটি সুবিধা হলো, আমাকে বেশি মানুষ চেনে না। একবারই কেবল অটো চালক আমাকে চিনেছিল।’

জুনায়েদ বলেন, ‘একবার আমি আন্দেরি থেকে বান্দ্রা যাচ্ছিলাম আমার নাটকের রিহার্সালের জন্য। একই সময়, বাবা ইয়াশ রাজ স্টুডিও থেকে ফিরছিলেন। একটা লাল সিগন্যালে তার গাড়ি ঠিক আমার অটোর পাশেই থেমেছিল।’

তিনি বলেন, ‘আমি ফোনে ব্যস্ত ছিলাম, তখন তিনি জানালা নামিয়ে আমাকে হ্যালো বলেন, আমিও হ্যালো বলি। সিগন্যাল গ্রিন হওয়ার পর গাড়ি এগিয়ে যায়। তখন অটোচালক অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি তাকে চেনেন?’ আমি বলি, ‘হ্যাঁ, আসলে আমরা একই এলাকায় থাকি। তার মা আর আমার দাদি বানারসের।’

জুনায়েদ খান এবং খুশি কাপুর সম্প্রতি তাদের বলিউডে অভিষেক ঘটিয়েছেন, যথাক্রমে ‘মহারাজ’ এবং ‘দ্য আর্কিস’-এ। তারা এখন অ্যাডভেইট চন্দনের ‘লাভেয়াপা’ সিনেমার মাধ্যমে থিয়েটারে অভিষেক করতে যাচ্ছেন। রোমান্টিক ড্রামা ‘লাভ টুডে’ সিনেমার রিমেকটি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে।