দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আল্লাহর সর্বময় ক্ষমতার কথা উল্লেখ করে বলেন, ক্ষমতা দান ও প্রত্যাহার, সম্মান ও অবমাননা—সবই তাঁর ইচ্ছাতেই নির্ধারিত।
তিনি লিখেন, ‘কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।’
পোস্টের সঙ্গে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনাস্থলের একটি ভিডিও সংযুক্ত করেন।
এদিন বিকাল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীদের মুহূর্মুহূ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সংবর্ধনাস্থল। নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
বহুল প্রতিক্ষিত ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।তিনি বলেন, বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।
আর এজন্য তিনি সবার, সব বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।
এর আগে, মঞ্চে উপবিষ্ট বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রিয় নেতাকে সংবর্ধনা জানান।সেই সঙ্গে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারাও মঞ্চ থেকে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছ জানান। দলীয় নেতাকর্মীরা নিচ থেকে স্লোগান দিতে থাকেন। সবার অভিবাদনের জবাব দেন তারেক রহমান।

✍️ মন্তব্য লিখুন