১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি।

ডা. শফিকুর রহমানকে শপথ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এসময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র দু’জন। তারা হলেন- অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছা। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করছেন তিনি।

শিক্ষাজীবনে ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে শিক্ষাজীবন শেষে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন।

রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির হন তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
২৫

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান

আপডেট: ০৯:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি।

ডা. শফিকুর রহমানকে শপথ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এসময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র দু’জন। তারা হলেন- অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছা। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করছেন তিনি।

শিক্ষাজীবনে ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে শিক্ষাজীবন শেষে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন।

রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির হন তিনি।