মাঠে নামলেই ১.৫ কোটি টাকা! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হাতিয়ে নেওয়ার সুযোগ
ছবি: সংগৃহীত
জিতলেই ২৭ কোটি টাকা! আইসিসির প্রাইজমানি ঘোষণায় চমক, বাংলাদেশের সম্ভাবনা কতটা?
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। এর আগেই প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের আসরে অংশগ্রহণ করেই বাংলাদেশ দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা! এমনকি একটি ম্যাচ না জিতলেও এই অর্থ পাবে টাইগাররা।
প্রাইজমানিতে ৫৩% বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ২৭ কোটি টাকা!
গত ৭ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার টুর্নামেন্টের প্রাইজমানি আগের তুলনায় ৫৩% বেড়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি টাকা! রানার্স আপ দল পাবে এর অর্ধেক, অর্থাৎ ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা। সেমিফাইনালিস্ট দুটি দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকা করে।
গ্রুপ পর্বে জয়েও টাকার ছড়াছড়ি!
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ টাকা করে পাবে দলগুলো। পঞ্চম ও ষষ্ঠ দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ টাকা করে। সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা করে।
বাংলাদেশের গ্রুপ পর্ব: কঠিন চ্যালেঞ্জ, বড় সুযোগ
বাংলাদেশ দল গ্রুপ পর্বে ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তের দল।
টাইগারদের লক্ষ্য: শুধু টাকা নয়, জয়ও চাই!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেই বাংলাদেশ দল প্রায় ১.৫ কোটি টাকা পাচ্ছে। তবে শুধু টাকার জন্য নয়, টাইগাররা এবার টুর্নামেন্টে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতলে প্রাইজমানির পরিমাণ আরও বাড়বে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই শুধু ক্রিকেটের মাঠেই নয়, আর্থিক দিক থেকেও বাংলাদেশের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে।
সবচেয়ে বড় প্রশ্ন: বাংলাদেশ কতদূর যাবে?
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশের পারফরম্যান্স মিশ্র। এবার শক্তিশালী গ্রুপে থাকলেও টাইগাররা যদি তাদের সেরা খেলা উপহার দেয়, তাহলে সেমিফাইনাল বা তারও বেশি দূর এগোনোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আশা, এবার দলটি শুধু টাকাই নয়, ট্রফিও জিতবে!