
ঢাকা প্রতিনিধি: প্রাণ কুমার রায়
আজ বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হচ্ছে কবি নজরুল ক্যাম্পাসে। ভোর থেকেই পূজামণ্ডপে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এবছরও পূজা পরিচালার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের কৃতি সন্তান মিঠুন চন্দ্র সরকার এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
পূজা উপলক্ষে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নানা আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান ও অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিক্ষা, জ্ঞান ও সৃজনশীলতার প্রতীক সরস্বতী দেবীর আশীর্বাদ কামনায় দিনব্যাপী এ পূজা অনুষ্ঠান চলবে।
✍️ মন্তব্য লিখুন