নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর অসুস্থ অবস্থায় মাহমুদুর রহমান মান্নাকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগেও একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন নাগরিক ঐক্যের এই শীর্ষ নেতা। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এ সময় নাগরিক ঐক্যের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় প্রথমবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হন মাহমুদুর রহমান মান্না। সে সময় চিকিৎসা পরীক্ষায় তার হৃদ্যন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে।
মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

✍️ মন্তব্য লিখুন